প্রকাশিত: Wed, Mar 22, 2023 1:55 AM
আপডেট: Mon, Jan 26, 2026 8:46 PM

মার্কিন মানবাধিকার প্রতিবেদন

বিএনপির ওপর হামলা মামলা চলছে জামায়াত কর্মকাণ্ড চালাতে পারছে না, ছাত্রলীগের অপরাধীরা পার পেয়ে যাচ্ছে

সালেহ্ বিপ্লব: প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের ওপর নিবর্তনমূলক আচরণ করছে সরকার। বিরোধীদলীয় নেতাদের বিভিন্ন ধরনের মামলায় জড়ানো হচ্ছে। বিএনপির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এসব মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলছে, এসব মামলার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

সোমবার প্রকাশিত এ মার্কিন প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বৃহত্তম ইসলামিক দল জামায়াতে ইসলামী কথা বলতে পারে না। সভা সমাবেশ করতে পারে না। কারণ একটাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে, জামায়াতের নাম নিয়ে কেউ নির্বাচন করতে পারবেন না। গণমাধ্যমগুলো অনেক সময় বিজ্ঞাপন কমে যাওয়ার ভয়ে সেলফ-সেন্সরশিপ আরোপ করে। 

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ আছে। ছাত্রলীগ সারাদেশে সন্ত্রাস করছে, কোনো বিচার হচ্ছে না। ২০২২ সালের ২৬ মে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ জানালে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। 

প্রতিবেদনে আরো কিছু সহিংসতার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা  আব¦াসকে গ্রেপ্তারের কথা। 

এতে বলা হয়, সরকার অনেক ক্ষেত্রেই বিরোধী দলের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছে। বিরোধী দলের কর্মসূচির খবর প্রচারেও বাধা দিয়েছে। সম্পাদনা: ইমরুল শাহেদ